Saturday, May 2, 2009

This World এইখানে…

এখনও এইখানে আকাশ নীল,

এখনও বরাকের বুকে রূপোর আস্তরণ

সীমান্তে শাদা আকাশের গা

ফিনিক্সের স্বপ্ন এখনও এইখানে

আমাদের সহজ জীবন ৷

এখনও এইখানে ভাঙা দিন ছুঁড়ে ফেলে

ঘুম দিই চরম উদাসীন,

মাঝপথে ধুত্তেরি বলে দিয়ে এখনো যে

হেঁটে যাই আকাশের পথে

হঠাৎ মোড় ফিরিয়ে নতুনের কাছাকাছি

আরো চলে যাই ৷

বুঝি, এখনও যে এইখানে পৃথিবীর কাছে

আমরা শিশুই হাতে হাত ধরি,

পথ ভাঙি, খেলাছলে

গড়ে তুলি সৃষ্টির নীড় ৷

এখনও যে এইখানে

No comments:

Post a Comment