Tuesday, September 8, 2009

Forbidden Friar নিষিদ্ধ পরিব্রাজক

বেঁচে আছি দিনান্তে নিস্তাপ মানসিকতায়,

এই পথে দেখে গেছি রিক্ত নদীর এক ছবি,

সন্ধান করে গেছি নির্বান এই জীবনের

বিবর্ণ বিকেলের মুখোমুখি আজ শুধু কবি ৷

বিস্তৃত হতে চেয়ে বন্ধন গেছে আজ সরে,

আয়নায় আজ শুধু নির্বাক দিগন্ত ভাসে

নিষিদ্ধ মন আজ ঋদ্ধ হৃদয়টুকু নিয়ে

কাঁচের গোলক ভেঙে নদীর আপন হয়ে আসে ৷

এই পথ হয়তো বা শেষ হবে, হবে অম্লান

একদিন হয়তো বা মুছে যাবে জটিল কুয়াশা

নক্ষত্রের খোঁজ শেষ হবে এই দুই চোখে,

সমাপ্তি অভিমুখে শেষ হবে জীবন ধোঁয়াশা ৷

Monday, September 7, 2009

Twilight সন্ধ্যা

আলো আঁধারের খেলা আজ এই পাহাড়ের পথে,

নুয়ে পড়ে আবছায়া ঘেঁষে থাকা পাইনের বন ৷

দিগন্তে দূরাশার মসৃন নীলচে আকাশ,

ঘোরালো পথের মুখে এইখানে আমরা দুজন


হয়তো অনেক দূরে আসন্ন সন্ধ্যের বুকে,

নির্ম্মম সত্যটি ধ্রুবতারা হয়ে জেগে থাকে ;

মুছে যাওয়া কালবেলা বুকে নিয়ে ভেসে থাকে চাঁদ,

সৃষ্টির উদ্যানে হেমন্ত শেষ ছবি আঁকে ৷


পার হয়ে যাওয়া পথে ধূলো মেখে শুয়ে থাকে ঘাস,

পাকদন্ডীর বুকে অশরীরি মেঘেদের ঘুমে,

আদিম পাহাড় জুড়ে রাত্রির ধীর আবাহন

পরিযায়ী মন আজ ছুটে চলে বিপুল অসীমে ৷৷

Wednesday, August 19, 2009

Inner Strife অন্তর্দ্বন্দ্ব

হয়তো জীবন হীরের চেয়েও দামি

নয়তো জীবন নিছক শোক গাথা


হয়তো জীবন শিশির ভেজা প্রেম

নয়তো জীবন জীর্ণ ঝরা পাতা


হয়তো জীবন স্বপ্ন বোনার কাঠি

নয়তো জীবন পদ্মপাতায় জল


হয়তো জীবন আলোর দিকে চলা

নয়তো জীবন বাঁচতে চাওয়ার ছল ৷৷

Sunday, May 31, 2009

Reincarnation জাতিস্মর

মৃত যোদ্ধার মত শুকনো পাতার ভিড়ে

খুঁজে চলি জীবনের ঘ্রাণ,

হারানো বিকেল ছুঁয়ে

ভোরের শিউলি ঢাকা পথে

যেন কোন নিঃসীম বিস্তার

পেয়ে যাবো আজ ৷



মনন, সাম্য আর বেঁচে থাকা বোধ নিয়ে বুঝি

আরশির মুখোমুখি দেখে যাবো

স্বপ্নের দাগ ৷

জানি রাত নেমে আসে

চিন্তার উপকূলে,

ভেঙে যায় রূপকথা

ভাঙে যুগ

ভাঙে এই দেখার ভূবন ৷



ধূলোর আস্তরণে, আমিও

হারিয়ে যাবো

নির্যাস নিয়ে যাবে,

ছুঁয়ে যাবে কালক সময় ৷

অলস স্রোতের ধারে

হলুদ বিকেল দেখি;

প্রতীক জীবন শুধু ক্ষয়িষ্ণু হয় ৷৷

Wednesday, May 27, 2009

Friend বন্ধু

থাকবে বুকে বিস্মরণের ব্যাথা,

থাকবে জমে বাঁচতে চাওয়ার আশা

শুকনো পাতার রন্ধ্রে রয়ে যাবে,

মরনজয়ী তীব্র ভালোবাসা ৷


হয়তো সেদিন বৃষ্টি হবে ভোরে,

উতল হাওয়া লাগবে তোমার বুকে

নদীর তীরে গাংশালিকের দল,

কলকাকলি করবে অচিন সুখে ৷


জীর্ণ ঘাটে বিজন সাঁঝে আমি

রইবো তবু তোমার অপেক্ষায়,

হারিয়ে যাওয়া রঙিন মেঘের বুকে

সৃষ্টি থেকে শেষের সীমানায় ৷৷