Thursday, December 9, 2010

Human মানুষ


সহজ প্রাণে নদীর টানে
উজান ঠেলে পূবের পানে
চলছে মানুষ
চলছে জীবন
ফুরোয় না পথ, ফুরোয় চলা

দিনের শেষে মাটির দাওয়ায়
জুড়োয় শরীর দখিন হাওয়ায়
বলছে মানুষ
শুনছে সবাই
মানুষ শেখে গল্প বলা ৷

অনেক দূরে বাঁশির সুরে
এগোয় জীবন সময় চিরে
দেখলো মানুষ
সবুজ নারী
বুক জুড়ে তার অথৈ আশা

সহজ কথায় সহজ প্রাণে
সবুজ নারীর আদিম ঘ্রাণে
ভাঙলো অতীত
গড়লো জীবন
মানুষ শেখে ভালোবাসা ৷৷

Sunday, December 5, 2010

Alone একা

হাতের মুঠোয় রইল বালি
সামনে একা সমুদ্দুর
দিনের কোঠায় শূন্য সকাল
সন্ধ্যে এখন কোন সুদূর ৷

স্মৃতির নিলয় আপনি ভরে
মানুষ চেনে বিবর্তন
সুখের আলয় গড়বে সময়
সবাই খোঁজে সেই সে ক্ষণ ৷

ঘড়ির কাঁটায় ফুরোয় জীবন
দুঃখ সুখের ভ্রান্তিতে
দিনবদলের উদাস হাওয়ায়
ঘুমোয় অতীত ক্লান্তিতে ৷

বুকের খাঁচায় রইলো আকাশ
মাতাল হাওয়ায় অচিন সুর
হাতের মুঠোয় রইল আলো   
সামনে একা সমুদ্দুর ৷৷

Monday, April 5, 2010

Tale of Mystic Minstrels বাউলের কথা

মানুষ - মানুষ খোঁজে, আমি খুঁজি বাউলের মন
কোথায় ধূলোর রেখা এঁকে গেছে লালনের সুর,
কোথায় পানসি বেয়ে চলেছে যে আমার হাসন ৷৷

মানুষ আকাশ খোঁজে, আমি খুঁজি অসীমের ধারা
কোথায় ক্লান্তি মুছে গোধূলির রক্তিম রূপে,
কোথায় দূরের দেশে পাড়ি দেয় মন বলাকারা ৷৷

মানুষ জীবন খোঁজে, আমি খুঁজি জীবনের গান
কোথায় জটিল পথে সকল কুয়াশা মুছে ফেলে,
কোথায় সহজ ছবি এঁকে যায় মুশকিল আসান ৷৷

Sunday, January 3, 2010

Awakening বোধ

রিক্ত অনেক তবু স্বয়ম্ভূ আমি এই পথে,
অনাম্নী নিশানায় সুস্থির আমার নয়ন
আদিম ছন্দ ছুঁয়ে আমার প্রাপ্তি মহাকাল,
দিক দ্রষ্টার মত করেছি এ স্বপ্ন চয়ন ৷

মানুষ - মানুষ খোঁজে, আমি খুঁজি বাউলের পথ
মেঠো পথে কুয়াশায় সন্ধ্যের হিমেল আঁধারে,
জটিল - জটিলতরো জীবন কাব্য মুছে ফেলে,
সব বাধা ভেঙে দিয়ে সৃষ্টির এই সংসারে ৷

অলীক ধাঁধার মত সময়ের ঘূর্নির বুকে
ভাসিয়েছি অক্লেশে, চেতনার শেষ সাম্পান
কালপুরুষের মত ভাস্বর বোধটুকু নিয়ে
রিক্তের সম্পদে পথ চলা চির অম্লান ৷