Thursday, December 9, 2010

Human মানুষ


সহজ প্রাণে নদীর টানে
উজান ঠেলে পূবের পানে
চলছে মানুষ
চলছে জীবন
ফুরোয় না পথ, ফুরোয় চলা

দিনের শেষে মাটির দাওয়ায়
জুড়োয় শরীর দখিন হাওয়ায়
বলছে মানুষ
শুনছে সবাই
মানুষ শেখে গল্প বলা ৷

অনেক দূরে বাঁশির সুরে
এগোয় জীবন সময় চিরে
দেখলো মানুষ
সবুজ নারী
বুক জুড়ে তার অথৈ আশা

সহজ কথায় সহজ প্রাণে
সবুজ নারীর আদিম ঘ্রাণে
ভাঙলো অতীত
গড়লো জীবন
মানুষ শেখে ভালোবাসা ৷৷

1 comment: