Thursday, December 9, 2010

Human মানুষ


সহজ প্রাণে নদীর টানে
উজান ঠেলে পূবের পানে
চলছে মানুষ
চলছে জীবন
ফুরোয় না পথ, ফুরোয় চলা

দিনের শেষে মাটির দাওয়ায়
জুড়োয় শরীর দখিন হাওয়ায়
বলছে মানুষ
শুনছে সবাই
মানুষ শেখে গল্প বলা ৷

অনেক দূরে বাঁশির সুরে
এগোয় জীবন সময় চিরে
দেখলো মানুষ
সবুজ নারী
বুক জুড়ে তার অথৈ আশা

সহজ কথায় সহজ প্রাণে
সবুজ নারীর আদিম ঘ্রাণে
ভাঙলো অতীত
গড়লো জীবন
মানুষ শেখে ভালোবাসা ৷৷

Sunday, December 5, 2010

Alone একা

হাতের মুঠোয় রইল বালি
সামনে একা সমুদ্দুর
দিনের কোঠায় শূন্য সকাল
সন্ধ্যে এখন কোন সুদূর ৷

স্মৃতির নিলয় আপনি ভরে
মানুষ চেনে বিবর্তন
সুখের আলয় গড়বে সময়
সবাই খোঁজে সেই সে ক্ষণ ৷

ঘড়ির কাঁটায় ফুরোয় জীবন
দুঃখ সুখের ভ্রান্তিতে
দিনবদলের উদাস হাওয়ায়
ঘুমোয় অতীত ক্লান্তিতে ৷

বুকের খাঁচায় রইলো আকাশ
মাতাল হাওয়ায় অচিন সুর
হাতের মুঠোয় রইল আলো   
সামনে একা সমুদ্দুর ৷৷