Sunday, May 31, 2009

Reincarnation জাতিস্মর

মৃত যোদ্ধার মত শুকনো পাতার ভিড়ে

খুঁজে চলি জীবনের ঘ্রাণ,

হারানো বিকেল ছুঁয়ে

ভোরের শিউলি ঢাকা পথে

যেন কোন নিঃসীম বিস্তার

পেয়ে যাবো আজ ৷



মনন, সাম্য আর বেঁচে থাকা বোধ নিয়ে বুঝি

আরশির মুখোমুখি দেখে যাবো

স্বপ্নের দাগ ৷

জানি রাত নেমে আসে

চিন্তার উপকূলে,

ভেঙে যায় রূপকথা

ভাঙে যুগ

ভাঙে এই দেখার ভূবন ৷



ধূলোর আস্তরণে, আমিও

হারিয়ে যাবো

নির্যাস নিয়ে যাবে,

ছুঁয়ে যাবে কালক সময় ৷

অলস স্রোতের ধারে

হলুদ বিকেল দেখি;

প্রতীক জীবন শুধু ক্ষয়িষ্ণু হয় ৷৷

Wednesday, May 27, 2009

Friend বন্ধু

থাকবে বুকে বিস্মরণের ব্যাথা,

থাকবে জমে বাঁচতে চাওয়ার আশা

শুকনো পাতার রন্ধ্রে রয়ে যাবে,

মরনজয়ী তীব্র ভালোবাসা ৷


হয়তো সেদিন বৃষ্টি হবে ভোরে,

উতল হাওয়া লাগবে তোমার বুকে

নদীর তীরে গাংশালিকের দল,

কলকাকলি করবে অচিন সুখে ৷


জীর্ণ ঘাটে বিজন সাঁঝে আমি

রইবো তবু তোমার অপেক্ষায়,

হারিয়ে যাওয়া রঙিন মেঘের বুকে

সৃষ্টি থেকে শেষের সীমানায় ৷৷

Friday, May 15, 2009

Hope আশা

একটি দশক পরে, সকালবেলা

সুবনশিরির নীলচে সবুজ তীরে,

অচিন হাওয়ায় জংলি হাঁসের দল

ভুল করে দিক আসবে হঠাৎ ফিরে ৷


ওদের ভুলের রইবো ধ্রুবক আমি

হাওয়ার ঘ্রাণে থাকবে স্মৃতির রেশ,

পাগলাদিয়া'র প্রবল স্রোতে ভেসে,

খুঁজবো কোথায় স্বপ্ন গড়ার দেশ ৷


হয়তো সেদিন উপত্যকার বুকে

স্বর্ণালী দিন উঠবে আবার হেসে,

বুকের কঠিন বরফ যাবে গলে

স্বপ্ন হবে সত্যি অবশেষে ৷৷

Wednesday, May 13, 2009

Solitude বিবিক্ত বোধ

বিবিক্ত হৃদয়ের সীমা ছুঁয়ে যায় আজ,

বরাকের পাড় ঘেঁষা রৌদ্রের দিন ৷

আমি বসে চেয়ে রই

যেইখানে চোরাবাঁক দিগন্তে মুখঢাকা দেয়

বরাকের বুক ছুঁয়ে উড়ে যাওয়া হাঁসেদের মত,

পলাতক দিন তার স্বপ্নের নীড় খোঁজে

মুখচোরা পাহাড়ের কোলে ৷

সৃজনের সন্ধানে আমিও যে স্রোত খুঁজি,

হাত মেলে দিই আজ

মহাকাশে অপলক আজও চেয়ে রই;

পাড় ভাঙে পাড় গড়ে

খেয়ালী বরাক যেন,

সন্ধ্যের মুখোমুখি বিবর্ণ হয়ে যায় দিন,

আমি বসে চেয়ে রই, মহাকাশে

জানি, পথ রয়ে গেছে অন্তবিহীন ৷৷

Sunday, May 10, 2009

The Universe সৃষ্টি

নিস্পৃহ জীবনের সার্থক ক্ষণে,

তুমি আমার গোপন প্রেম সৃষ্টি ৷

তোমার থেকে অসীম দূরত্বে

আমার নিরালা স্বপ্নের চারণভূমি ৷

ক্ষণ বিমূর্ত তোমার ছোঁয়ায়;

দুঃসহ যন্ত্রনার অপূর্ব ক্ষণে,

তুমি আমার অশ্রুবিন্দু হয়ে ওঠো সৃষ্টি ৷

তোমাতে আবর্তিত হয়ে, আমার

নিত্যদিনের বেঁচে থাকা ৷

কোনো বিশেষ ক্ষণ তবু বিমূর্ত

তোমার জন্য ৷

মরণজয়ী প্রেমিকের ঠোঁটে বেঁচে ওঠো

আমার নির্বাণ সৃষ্টি ৷৷