Saturday, May 2, 2009

Sometimes কখনো

কবি কি চায় তা অজ্ঞাত

কখনো তার কাছে সুখ এক

ভঙ্গুর জীবনের পদক্ষেপ,

কখনো মৃত্যু তার কাছে রূপক জীবন ৷


মানুষ কি চায় তা অজ্ঞাত

কখনো পথ চলা এক

ছিন্ন কোলাজ,

কখনো প্রাপ্তি এক নৈরাশ্যের পৃথিবী ৷


কাব্য কি চায় তা অজ্ঞাত

কখনো তার প্রকাশ

মনের অক্ষর ছুঁয়ে,

কখনো সে এক নির্বাসিত আকাশ ৷


আমি কি চাই তা অজ্ঞাত

কখনো সমৃদ্ধি যেন

ভিন্ন জীবনের হাতছানি

কখনো প্রেম বিদ্রোহ অবচেতনায় ৷৷

No comments:

Post a Comment