Saturday, May 2, 2009

Nirvana নির্বাণ

উন্মাদ জীবনের শিখর রয়েছে ঢাকা

আরো এক জীবনের নির্যাস অনুসন্ধানে ৷

বিবর্ণ প্রেমিকেরা বুঝি আজো কবি রয়ে যায়

পুন্যতোয়ার খোঁজে মুক্তির কঠিন বাঁধনে ৷

মূকসঙ্গীত কোনো, জীবনের ভেঙে যাওয়া ঘাটে

ভীষণ উতল যেন ভেঙে ফেলে নিয়মের দ্বার

নিস্তাপ রৌদ্রের বুকে পুন্যতোয়ার খোঁজ

বিষন্ন প্রেমিকের শেষ অধিকার ৷

সুনীল আকাশ ছুঁয়ে নিঃস্ব পাখীর মতো

চলাচল সুরম্য নয় জানি পথ পৃথিবীর ৷

তবুও ঋদ্ধ কবি আবিল সমাজ ফেলে

পুন্যতোয়ার স্রোতে ভাসে তার প্রতীকী শরীর ৷৷

1 comment: