Wednesday, May 13, 2009

Solitude বিবিক্ত বোধ

বিবিক্ত হৃদয়ের সীমা ছুঁয়ে যায় আজ,

বরাকের পাড় ঘেঁষা রৌদ্রের দিন ৷

আমি বসে চেয়ে রই

যেইখানে চোরাবাঁক দিগন্তে মুখঢাকা দেয়

বরাকের বুক ছুঁয়ে উড়ে যাওয়া হাঁসেদের মত,

পলাতক দিন তার স্বপ্নের নীড় খোঁজে

মুখচোরা পাহাড়ের কোলে ৷

সৃজনের সন্ধানে আমিও যে স্রোত খুঁজি,

হাত মেলে দিই আজ

মহাকাশে অপলক আজও চেয়ে রই;

পাড় ভাঙে পাড় গড়ে

খেয়ালী বরাক যেন,

সন্ধ্যের মুখোমুখি বিবর্ণ হয়ে যায় দিন,

আমি বসে চেয়ে রই, মহাকাশে

জানি, পথ রয়ে গেছে অন্তবিহীন ৷৷

1 comment: