Sunday, May 31, 2009

Reincarnation জাতিস্মর

মৃত যোদ্ধার মত শুকনো পাতার ভিড়ে

খুঁজে চলি জীবনের ঘ্রাণ,

হারানো বিকেল ছুঁয়ে

ভোরের শিউলি ঢাকা পথে

যেন কোন নিঃসীম বিস্তার

পেয়ে যাবো আজ ৷



মনন, সাম্য আর বেঁচে থাকা বোধ নিয়ে বুঝি

আরশির মুখোমুখি দেখে যাবো

স্বপ্নের দাগ ৷

জানি রাত নেমে আসে

চিন্তার উপকূলে,

ভেঙে যায় রূপকথা

ভাঙে যুগ

ভাঙে এই দেখার ভূবন ৷



ধূলোর আস্তরণে, আমিও

হারিয়ে যাবো

নির্যাস নিয়ে যাবে,

ছুঁয়ে যাবে কালক সময় ৷

অলস স্রোতের ধারে

হলুদ বিকেল দেখি;

প্রতীক জীবন শুধু ক্ষয়িষ্ণু হয় ৷৷

1 comment: