Tuesday, May 5, 2009

Rain বৃষ্টি

কখনো রাতের ঝড়,

সুপারির পাতা চিরে

আমার জীবন ছুঁয়ে চলে ৷

কখনো বা বিদ্যুৎ,

মেঘের বুকেতে নাচে

হৃদয় আমার আজ বেপরোয়া হয় ৷

রাতের বুকেতে আমি

কান পেতে শুনে চলি

সুপারির ফুল ঝরে পড়ে

বাতাসের বুকে শুনি,

করুণ বাঁশির সুরে

অশরীরি প্রেমের বিলাপ ৷

এখনো রাতের কাছে

বৃষ্টির খোঁজ করি,

আকাশের হই মুখোমুখি

প্রথম জলের ফোঁটা

মাটির বুকেতে পড়ে,

সোঁদা ঘ্রাণে বেঁচে উঠি

আজও হই প্রেমেতে বিভোর

বুকে নিয়ে চলি আজও

সহস্র গোলাপের কাঁটা,

শেষ ঘুমে শুয়ে পড়ি

হৃদয় আমার আজ বেপরোয়া হয় ৷৷

No comments:

Post a Comment