Tuesday, August 28, 2012

The Quest খোঁজ

নিশুত রাতে শুন্য হৃদয় ভাবে
কোথায় লুকোয় নীলচে নদীর ধারা,
কোন খেয়ালের অসীম পারাবারে
ডুব দিয়ে মন চেতন হল হারা ৷

আকাশ তলে বৃষ্টি খুঁজে ফিরে,
ভাবুক হৃদয় চিত্ত চেতন ভোলে
ভাঙতে চেয়ে আরশি গোলোকখানি
সময় পথে লক্ষ যোজন চলে ৷

অনেক দিনের বর্ষা বুকে নিয়ে
ব্রাত্য হৃদয় ঘুমিয়ে কেন থাকে
দিন আঁধারের দুই ভুবনের ভাঁজে
হৃদয় খোঁজে ভাবুক হৃদয়টাকে ৷

Saturday, December 10, 2011

Me again আবার আমি

শুনতে পেলাম নতুন সুরে
অচিন কথকতা
আবার বুঝি ভাঙতে হল
আমার নীরবতা

সত্যি বটে, জীবন যেন
পাগলা ঝোরার মত
অজান স্রোতে বইবে কোথায়
সব'ই যে অজ্ঞাত

নাম বিহীনের অপার আশায়
দ্বন্দ্ব বিভেদ ভুলে
আলোর দিকে আবার পাড়ি
বন্ধ দুয়ার খুলে

এইতো জীবন অম্ল মধুর
নতুন সুরের ভাষা
সময় চেরা উত্তরণে
ঋদ্ধ বাঁচার আশা ৷৷

Thursday, December 9, 2010

Human মানুষ


সহজ প্রাণে নদীর টানে
উজান ঠেলে পূবের পানে
চলছে মানুষ
চলছে জীবন
ফুরোয় না পথ, ফুরোয় চলা

দিনের শেষে মাটির দাওয়ায়
জুড়োয় শরীর দখিন হাওয়ায়
বলছে মানুষ
শুনছে সবাই
মানুষ শেখে গল্প বলা ৷

অনেক দূরে বাঁশির সুরে
এগোয় জীবন সময় চিরে
দেখলো মানুষ
সবুজ নারী
বুক জুড়ে তার অথৈ আশা

সহজ কথায় সহজ প্রাণে
সবুজ নারীর আদিম ঘ্রাণে
ভাঙলো অতীত
গড়লো জীবন
মানুষ শেখে ভালোবাসা ৷৷

Sunday, December 5, 2010

Alone একা

হাতের মুঠোয় রইল বালি
সামনে একা সমুদ্দুর
দিনের কোঠায় শূন্য সকাল
সন্ধ্যে এখন কোন সুদূর ৷

স্মৃতির নিলয় আপনি ভরে
মানুষ চেনে বিবর্তন
সুখের আলয় গড়বে সময়
সবাই খোঁজে সেই সে ক্ষণ ৷

ঘড়ির কাঁটায় ফুরোয় জীবন
দুঃখ সুখের ভ্রান্তিতে
দিনবদলের উদাস হাওয়ায়
ঘুমোয় অতীত ক্লান্তিতে ৷

বুকের খাঁচায় রইলো আকাশ
মাতাল হাওয়ায় অচিন সুর
হাতের মুঠোয় রইল আলো   
সামনে একা সমুদ্দুর ৷৷

Monday, April 5, 2010

Tale of Mystic Minstrels বাউলের কথা

মানুষ - মানুষ খোঁজে, আমি খুঁজি বাউলের মন
কোথায় ধূলোর রেখা এঁকে গেছে লালনের সুর,
কোথায় পানসি বেয়ে চলেছে যে আমার হাসন ৷৷

মানুষ আকাশ খোঁজে, আমি খুঁজি অসীমের ধারা
কোথায় ক্লান্তি মুছে গোধূলির রক্তিম রূপে,
কোথায় দূরের দেশে পাড়ি দেয় মন বলাকারা ৷৷

মানুষ জীবন খোঁজে, আমি খুঁজি জীবনের গান
কোথায় জটিল পথে সকল কুয়াশা মুছে ফেলে,
কোথায় সহজ ছবি এঁকে যায় মুশকিল আসান ৷৷