নিশুত রাতে শুন্য হৃদয় ভাবে –
কোথায় লুকোয় নীলচে নদীর ধারা,
কোন খেয়ালের অসীম পারাবারে
ডুব দিয়ে মন চেতন হল হারা
৷
আকাশ তলে বৃষ্টি খুঁজে ফিরে,
ভাবুক হৃদয় চিত্ত চেতন ভোলে
ভাঙতে চেয়ে আরশি গোলোকখানি
সময় পথে লক্ষ যোজন চলে ৷
অনেক দিনের বর্ষা বুকে নিয়ে
ব্রাত্য হৃদয় ঘুমিয়ে কেন থাকে –
দিন আঁধারের দুই ভুবনের
ভাঁজে
হৃদয় খোঁজে ভাবুক হৃদয়টাকে
৷
No comments:
Post a Comment