Wednesday, April 29, 2009

Meaning অর্থ

জীবনের সব চেয়ে বড় দুঃখের দাগ শিল্প ৷

শিল্পীর আমৃত্যু সংগ্রাম মাধ্যম ৷

সংগ্রামে কঠোর অন্তরায় হতাশা ৷

মাধ্যম খুঁজে না পাওয়ার কষ্ট নেশা ৷

শিল্প ও শিল্পীর সংযোগ চেতনা ৷

নেশায় আপ্লুত শিল্প মৃত্যু ৷

মৃত্যুকে বাঁধবার মাধ্যম প্রেম ৷

মৃত্যুর নেশায় শিল্পের উত্তরণ সৃষ্টি ৷ ৷

Saturday, April 25, 2009

Imperilled বিপন্ন

বীক্ষণ বিবর্ণ হয়ে যায় কালের গভীরে

আঁধার আমায় শুধু দ্বন্দ্ব দিয়েছে আজ

যেমন চলেছে নদী দুইকুল ভালোবেসে

পরাধীন প্রেমে অপ্রেমে ৷

অনন্ত বয়ে যাওয়া সমাজ এখনো জানি

বিপণন বোধ ৷

হারিয়ে যাওয়ার কাছে,

সংগ্রাম জানি আজো কঠিন ভীষণ,

তবু আজ কি বিপুল নীহারিকা ছুঁয়ে যাওয়া মানস হৃদয়

হবে পরাভূত, বিভগ্ন দেউলের কাছে ৷

স্পর্ধিত স্বাধীনতা, পৌষ কুয়াশা ছিঁড়ে

খুঁজে ফেরে চিরকাল

তোমার হৃদয়ে রাখা স্পন্দিত মনসিজ ৷

কঠিন হয়েছে আজো জানি,

শতাব্দী উত্তরা সমাজের কাছাকাছি

মৃত্যুর কূহক খনন ৷

বিপন্ন হয়ে গেছে তোমার চোখের কোলে প্রথম বিকেল,

কালের গভীরে তাই

বিবর্ণ হয়ে চলি দ্বন্দ্বের আরো মুখোমুখি

যেমন চলেছি আমি, তোমাকেই ভালোবেসে অনন্ত অবচেতনায়

শ্রুতির অতীত কোনো মূর্চ্ছনা অনুভব করে ৷৷

Wednesday, April 22, 2009

Time সময়

জীবনের ধানক্ষেতে, নুয়ে পড়া সম্ভ্রম

দুলে ওঠে ক্লান্ত হাওয়ায় ৷

সবুজ আলের পথে দিগন্তে হেঁটে চলা

শেষ কবে হবে?

পৃথিবীর বুক যেন ঘষা কাচে ঢেকে

আজ বিবর্ন করেছে সময় ৷

মাটির বুকেতে আজ ঝরে আছে জীবনের কবি

চোখ তার সুনীল আকাশে

প্রশ্নের অতীত সে

জীবনের বড় কাছাকাছি ৷

আমাদের পৃথিবীকে পরাজিত করে গেছে কবির সময় ৷

ধূসর আলের পথে, দিগন্তে হেঁটে চলে কবি

প্রশ্নের বাঁধ ভাঙে

অনন্ত পৃথিবীতে, পথ চলা শেষ কবে হবে ?

The Yellow Bird হলদে পাখি

সে এক স্বপ্নের পাখি... হলদে পাখি ৷

কেউ তাকে দেখে নি ৷

তার ছিল নীল আকাশ... সবুজ অরণ্য...

ছিল যৌবনের ঘ্রাণ...

আরো ছিল সৃষ্টির সাধ ৷

প্রথম বৃষ্টিতে ভেজা মাটির ঘ্রাণে সে বেঁচে উঠত...

হাজার যোজন পাড়ি দিত সে পৃথিবীকে ভালোবেসে ৷

তার ছিল মুক্তির স্বাদ...

আজো সে উড়ে চলেছে...

বিরামহীন...

সে এক স্বপ্নের পাখি... হলদে পাখি ৷

কেউ তাকে দেখে নি ৷



Sunday, April 19, 2009

My Thoughts আমার চিন্তার সীমা

জীবন বয়ে চলেছে তার খেয়াল খুশি নিয়ে,

এই মহাপৃথিবীর প্রতিটি কোনায় সেই বহমান জীবনের তরঙ্গ অনুভব করি ৷

চিন্তা, সৃজন ও অনন্ত এই তিন মুক্তির আকাশ তৈরি করে স্বপ্ন

পথে হাজার জানালায় সারি সারি মুখোশের ভিড় চোখে পড়ে,

সময়ের কড়ি হাতে নিয়ে পথ চলি

মুখোশের ভিড় সরে যায় ... ভুলে যায় ...

সামনে থাকে দিগন্ত ...

জানি এখনো যে অনেক পথ বাকি ৷৷