Wednesday, April 22, 2009

Time সময়

জীবনের ধানক্ষেতে, নুয়ে পড়া সম্ভ্রম

দুলে ওঠে ক্লান্ত হাওয়ায় ৷

সবুজ আলের পথে দিগন্তে হেঁটে চলা

শেষ কবে হবে?

পৃথিবীর বুক যেন ঘষা কাচে ঢেকে

আজ বিবর্ন করেছে সময় ৷

মাটির বুকেতে আজ ঝরে আছে জীবনের কবি

চোখ তার সুনীল আকাশে

প্রশ্নের অতীত সে

জীবনের বড় কাছাকাছি ৷

আমাদের পৃথিবীকে পরাজিত করে গেছে কবির সময় ৷

ধূসর আলের পথে, দিগন্তে হেঁটে চলে কবি

প্রশ্নের বাঁধ ভাঙে

অনন্ত পৃথিবীতে, পথ চলা শেষ কবে হবে ?

No comments:

Post a Comment