Saturday, April 25, 2009

Imperilled বিপন্ন

বীক্ষণ বিবর্ণ হয়ে যায় কালের গভীরে

আঁধার আমায় শুধু দ্বন্দ্ব দিয়েছে আজ

যেমন চলেছে নদী দুইকুল ভালোবেসে

পরাধীন প্রেমে অপ্রেমে ৷

অনন্ত বয়ে যাওয়া সমাজ এখনো জানি

বিপণন বোধ ৷

হারিয়ে যাওয়ার কাছে,

সংগ্রাম জানি আজো কঠিন ভীষণ,

তবু আজ কি বিপুল নীহারিকা ছুঁয়ে যাওয়া মানস হৃদয়

হবে পরাভূত, বিভগ্ন দেউলের কাছে ৷

স্পর্ধিত স্বাধীনতা, পৌষ কুয়াশা ছিঁড়ে

খুঁজে ফেরে চিরকাল

তোমার হৃদয়ে রাখা স্পন্দিত মনসিজ ৷

কঠিন হয়েছে আজো জানি,

শতাব্দী উত্তরা সমাজের কাছাকাছি

মৃত্যুর কূহক খনন ৷

বিপন্ন হয়ে গেছে তোমার চোখের কোলে প্রথম বিকেল,

কালের গভীরে তাই

বিবর্ণ হয়ে চলি দ্বন্দ্বের আরো মুখোমুখি

যেমন চলেছি আমি, তোমাকেই ভালোবেসে অনন্ত অবচেতনায়

শ্রুতির অতীত কোনো মূর্চ্ছনা অনুভব করে ৷৷

No comments:

Post a Comment