Sunday, January 3, 2010

Awakening বোধ

রিক্ত অনেক তবু স্বয়ম্ভূ আমি এই পথে,
অনাম্নী নিশানায় সুস্থির আমার নয়ন
আদিম ছন্দ ছুঁয়ে আমার প্রাপ্তি মহাকাল,
দিক দ্রষ্টার মত করেছি এ স্বপ্ন চয়ন ৷

মানুষ - মানুষ খোঁজে, আমি খুঁজি বাউলের পথ
মেঠো পথে কুয়াশায় সন্ধ্যের হিমেল আঁধারে,
জটিল - জটিলতরো জীবন কাব্য মুছে ফেলে,
সব বাধা ভেঙে দিয়ে সৃষ্টির এই সংসারে ৷

অলীক ধাঁধার মত সময়ের ঘূর্নির বুকে
ভাসিয়েছি অক্লেশে, চেতনার শেষ সাম্পান
কালপুরুষের মত ভাস্বর বোধটুকু নিয়ে
রিক্তের সম্পদে পথ চলা চির অম্লান ৷