Tuesday, September 8, 2009

Forbidden Friar নিষিদ্ধ পরিব্রাজক

বেঁচে আছি দিনান্তে নিস্তাপ মানসিকতায়,

এই পথে দেখে গেছি রিক্ত নদীর এক ছবি,

সন্ধান করে গেছি নির্বান এই জীবনের

বিবর্ণ বিকেলের মুখোমুখি আজ শুধু কবি ৷

বিস্তৃত হতে চেয়ে বন্ধন গেছে আজ সরে,

আয়নায় আজ শুধু নির্বাক দিগন্ত ভাসে

নিষিদ্ধ মন আজ ঋদ্ধ হৃদয়টুকু নিয়ে

কাঁচের গোলক ভেঙে নদীর আপন হয়ে আসে ৷

এই পথ হয়তো বা শেষ হবে, হবে অম্লান

একদিন হয়তো বা মুছে যাবে জটিল কুয়াশা

নক্ষত্রের খোঁজ শেষ হবে এই দুই চোখে,

সমাপ্তি অভিমুখে শেষ হবে জীবন ধোঁয়াশা ৷

2 comments: