Monday, September 7, 2009

Twilight সন্ধ্যা

আলো আঁধারের খেলা আজ এই পাহাড়ের পথে,

নুয়ে পড়ে আবছায়া ঘেঁষে থাকা পাইনের বন ৷

দিগন্তে দূরাশার মসৃন নীলচে আকাশ,

ঘোরালো পথের মুখে এইখানে আমরা দুজন


হয়তো অনেক দূরে আসন্ন সন্ধ্যের বুকে,

নির্ম্মম সত্যটি ধ্রুবতারা হয়ে জেগে থাকে ;

মুছে যাওয়া কালবেলা বুকে নিয়ে ভেসে থাকে চাঁদ,

সৃষ্টির উদ্যানে হেমন্ত শেষ ছবি আঁকে ৷


পার হয়ে যাওয়া পথে ধূলো মেখে শুয়ে থাকে ঘাস,

পাকদন্ডীর বুকে অশরীরি মেঘেদের ঘুমে,

আদিম পাহাড় জুড়ে রাত্রির ধীর আবাহন

পরিযায়ী মন আজ ছুটে চলে বিপুল অসীমে ৷৷

1 comment: